সহজে seo শেখার উপায়-১০টি কার্যকারী র্টিপস

সহজে seo শেখার উপায়, অনলাইনে ইনকামের বড় মাধ্যম হচ্ছে seo যার মাধ্যমে হাজার হাজার ফ্রিল্যান্সাররা তাদের ক্যারিয়ার গড়ে তুলছে।seo এর পূর্ণরূপ হতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও শেখার জন্য আপনাকে সর্বপ্রথম কঠোর পরিশ্রম এবং ধৈর্য রাখতে হবে
সহজে-seo-শেখার-উপায়


বর্তমান সময়ে ফ্রিল্যান্সার সহ মার্কেটপ্লেসে সকল মানুষ এসইও ব্যবহার করে তাদের ক্যারিয়ার গড়ে তুলছে।আজকে আমরা এই আর্টিকেলে জানতে পারবো কিভাবে খুব সহজেই এসইও শেখা যায়।

সূচিপত্র:সহজে seo শেখার উপায় 

সহজে seo শেখার উপায় 

সহজে seo শেখার উপায়,seo মূলত একটি অনলাইন ইনকামের বড় মাধ্যম। seo বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোন ফ্রিল্যান্সাররা যদি তাদের ওয়েবসাইট অপটিমাইজ করতে চাই তাহলে তাদেরকে সর্বপ্রথম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা(seo) সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে।

আজকে আমরা আলোচনা করব কিভাবে অল্প সময়ে seo শেখা যায়। সর্বপ্রথম আপনাকে কিছু বিষয় নিয়ে খুব ভালো হবে জানতে হবে তাহলে আপনিও একজন seo এক্সপার্ট হতে পারবেন। এসইও এর মৌলিক বিষয় গুলো ভালোভাবে জানতে হবে। যেমন অন পেজ অপটিমাইজেশন, কনটেন্ট অপটিমাইজেশন।

আপনার ওয়েবসাইট যখন google সার্চ ইঞ্জিন ফলাফলে সদৃশ্যমান এর কথা আছে ঠিক সেই সময় অন পেজ অপটিমাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন পেজ অপটিমাইজেশন করলে আপনার ওয়েবসাইটটি সবচাইতে ভালো স্থান পেতে সাহায্য করবে। 

আরো পড়ুন: আরবি মাসের ক্যালেন্ডার ২০২৫ 

এছাড়াও seo শিখার জন্য গুগলে কিওয়ার্ড রিসার্চ করতে জানা লাগবে। একজন ফ্রিল্যান্সার তাদের দক্ষতা বোঝা যায় সফলভাবে কিওয়ার্ড গবেষণার মাধ্যমে। কিওয়ার্ড গবেষণা এসইও এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও লিংক বিল্ডিং করতে শিখা লাগবে।

লিংক বিল্ডিং করলে আপনার ওয়েবসাইট লিংক তৈরি করা এবং আপনার ওয়েবসাইট রাঙ্কিং সাইটের দৃশ্যমানতা বাড়াতে পারে। এসইও এর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এসইও টুলস ব্যবহার করা জানতে হবে, এটি ব্যবহার করলে আপনার ওয়েবসাইট আরো ভালো মানের সার্চ ইঞ্জিন রেংকিং এবং ওয়েবসাইটটি অপটিমাইজ করতে বড় ভুমিকা পালন করবে।

মোবাইল দিয়ে কি seo শেখা যায় 

মোবাইল দিয়ে কি seo শেখা যায়, এসইও মূলত ইন্টারনেট বা অনলাইন ইনকামের জন্য বড় মাধ্যম। বর্তমান ফ্রিল্যান্সাররা এসইও শিখে তাদের ক্যারিয়ার গড়ে তুলছে।  সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও শিখার জন্য সর্বপ্রথম আমাদের অনেক ধৈর্য এবং পরিশ্রম করতে হবে।

আজকে আমরা জানবো মোবাইল দিয়ে কি এসইও শেখা যায়। যারা নতুন তারা চাইলেই মোবাইল দিয়ে এসইও শিখতে পারবে। কারণ এসইও মূলত টেক্সট লেখা যেটি অন পেজ এসইও বা অফ পেজ এসইও যাই হোক না কেন সমস্ত কিছুর জন্যই আপনাকে টেক্সট এর মাধ্যমে সম্পূর্ণ করতে হবে।

আমরা নতুন অবস্থায় অনেক ফ্রিল্যান্সাররা ব্লগ এর প্রায় সকল কিছু মোবাইল ফোন দিয়ে করে থাকে যার কারণে আমরা চাইলেই মোবাইল ফোন দিয়ে এসইও করতে বা শিখতে পারবো। কিন্তু নতুন অবস্থায় আমাদের মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়েই হোক এসইও শেখার জন্য আমাদের ধৈর্য এবং পরিশ্রম করতে হবে ।

seo শিখে কি ইনকাম করা যায় 

seo শিখে কি ইনকাম করা যায়, হ্যাঁ অবশ্যই এসইও শিখার পরে ইনকাম করা যায়। আপনি যদি একজন এসইও এক্সপার্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইনকাম হবে। এসইও শিখে ফ্রিল্যান্সিং এবং ব্যবসা করতে পারবেন খুব সহজেই। যদি আপনার লেখালেখির খুব ভালো অভ্যাস থাকে এবং ভালো মানের আর্টিকেল রাইটার হতে পারেন 

সহজে-seo-শেখার-উপায়


তাহলে একটি নিজের ওয়েবসাইট তৈরি করে আপনিও হয়ে যেতে পারেন ফ্রিল্যান্সার। এবং এটি করতে হলে সর্বপ্রথম কি ওয়ার্ড রিসার্চ এর ভালো অভ্যাস থাকতে হবে তাহলে আপনিও ভালো মানের আর্টিকেল লিখতে পারবেন এবং আর্টিকেলে এসইও করে মানসম্মত এবং হাজারো মানুষের মধ্য দিয়ে আপনার আর্টিকেলটি র‍্যাঙ্ক করাতে পারবেন।

অনেক ফ্রিল্যান্সার রয়েছে গুগল এডসেন্স পেয়ে নিজের ওয়েবসাইট থেকে তাদের নিজের ক্যারিয়ার গড়ে তুলেছে। আপনিও যদি ভালো মানের আর্টিকেল রাইটার হতে পারেন তাহলে আর্টিকেলগুলো ভালোভাবে এসইও করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট থেকে রেংক করাতে পারবেন। এবং আপনিও সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। 

অন-পেজ seo কি 

অন পেজ seo কি, বর্তমান ফ্রিল্যান্সাররা বা আর্টিকেল রাইটাররা তাদের ওয়েবসাইট টিকে এসইও করার মাধ্যমে তাদের ক্যারিয়ার গড়ে তুলছে। আমরা আজকে আলোচনা করব অন-পেজ এসইও সম্পর্কে। তার আগে জানব এসইও কি এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যার মাধ্যমে আপনার আর্টিকেল উন্নত এবং রেঙ্ক করাতে পারবেন।

অন-পেজ এসইও মূলত অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করার ক্ষেত্রে কোন ওয়েবসাইটের ভেতরে যে অপটিমাইজেশন ব্যবহার করা হয় তাকে মূলত অন-পেজ এসইও বলা হয়। এছাড়াও অন-পেজ এসইও করার প্রধান কারণ হচ্ছে গুগলে বা অন্য কোন ওয়েব সাইটে যেন আপনার কনটেন্ট অনেক ভালো পারফরম্যান্স করতে পারে বা বুঝতে পারে তার জন্য করা হয়। এছাড়াও আপনার ওয়েবসাইট টিকে বুস্ট করার জন্য এটি বেশ বড় ভূমিকা পালন করে। 

seo কত প্রকার এবং কী কী

সহজে seo শেখার উপায়, seo শিখতে হলে সর্বপ্রথম আপনাকে আর্টিকেল রাইটার হতে হবে। আর্টিকেল রাইটার হলে আপনি আপনার ওয়েবসাইটে আর্টিকেলগুলো এসইও করতে পারলে আপনার ওয়েবসাইটটি ভালো পরিমাণ পারফরম্যান্স করবে। আজকে আমরা জানবো এসইও কত প্রকার এবং কি কি।

seo সাধারণত তিন প্রকার:

  • অন-পেজ seo : যেকোনো ওয়েবসাইটের ভেতরের অংশ যেমন কনটেন্ট লিংক মেটে ডেটা সহ যেগুলো ব্যবহার করা হয় সেগুলো উন্নত করে ওয়েবসাইট রাঙ্কিং করা 
  • অফ-পেজ seo: অফ-পেজ seo বলতে যে কোন ওয়েবসাইটের বাহ্যিক লিংক বা বাইরের যে কোন লিংক তৈরি করার মাধ্যমে ওয়েবসাইট রাঙ্কিং করা।
  • টেকনিক্যাল seo: টেকনিক্যাল seo মূলত ওয়েবসাইটের গঠন কাঠামো প্রযুক্তিগত বিষয় বিবেচনা করে ওয়েবসাইট রাঙ্কিং করা।

seo ব্যবহারকারীর ভবিষ্যৎ কেমন 

seo ব্যবহারকারীর ভবিষ্যৎ কেমন, আজ পর্যন্ত যত ফ্রিল্যান্সাররা রয়েছে সকলেই এসইও তে এক্সপার্ট যার কারণে তারা আজ তাদের ক্যারিয়ার গঠন করেছে। বর্তমান আর্টিকেল রাইটাররা তাদের ওয়েবসাইটের আর্টিকেলগুলোকে এসইও করার মাধ্যমে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন উন্নত করছে।

আজকে আমরা জানব seo ব্যবহারকারীর ভবিষ্যৎ কেমন। বর্তমান অনলাইন ইনকামের বড় একটি মাধ্যম হচ্ছে seo যার বিবেচনায় বলা চলে এটার ভবিষ্যৎ অত্যন্ত ভালো।seo এর চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলেছে কারণ মানুষ সব সময় নতুন নতুন ওয়েবসাইট তৈরি করছে আর এই ওয়েবসাইট উন্নত করার জন্য এসইও ব্যবহারের কোন মাত্রা নেই।

বর্তমান প্রেক্ষাপটে অনলাইন প্লাটফর্মের বা ইনকামের চাহিদা বৃদ্ধি পেয়েছে যার কারণে এসইও একটি অত্যন্ত কার্যকারী মাধ্যম। এসইও শেখার মাধ্যমে আপনি বিভিন্ন সাইট থেকে ইনকাম করতে পারবেন যার মধ্যে রয়েছে জব, ফ্রিল্যান্সিং, ব্লগিং, সহ আরো বিভিন্ন মাধ্যম। 

আপনি যদি ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকেন একজন সফল ফ্রিল্যান্সার বা আর্টিকেল রাইটার হবেন তাহলে আপনাকে অবশ্যই এসইও শিখতে হবে। কারণ এসইও এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি সহজেই আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন। 

ঘরে বসে seo শেখার উপায় 

ঘরে বসে seo শেখার উপায়, বর্তমান অনলাইন ইনকাম বা আর্টিকেল রাইটারদের জন্য এসইও শেখাটা অনেক জরুরী। কারণ এস ই ও করার ফলে আপনার ওয়েবসাইটটি এবং কনটেন্টগুলো উন্নত হবে এবং সার্চ ইঞ্জিনে সবার উপরে থাকবে।

আজকে আমরা জানবো কিভাবে ঘরে বসে এসইও শেখা যায়। আপনি যেহেতু ঘরে বসে এসইও শিখবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম অনেক আগ্রহ থাকতে হবে। নিজের প্রতি অনেক প্রতিজ্ঞাবদ্ধ রাখতে হবে তাহলে আপনি শিখতে পারবেন। 

আরো পড়ুন : গাজর খাওয়ার উপকারিতা এবং অপকারিতা

আপনি যেহেতু ঠিক করেছেন কোন প্রতিষ্ঠান বা মেন্টরের কাছে না শিখে ঘরে বসে শিখবেন তাহলে আপনাকে কিছু কার্যক্রম ব্যবহার করতে হবে যেমন, বিভিন্ন প্রকার বই, ব্লগ, ইউটিউবের ভিডিও, এবং অনলাইন কোর্স কেনার মাধ্যমে আপনি ঘরে বসেই এসইও শিখতে পারবেন।seo শিখতে হলে প্রথমে আপনাকে প্রয়োজন অনেক কীওয়ার্ড রিসার্চ করতে জানতে হবে। 

সহজে-seo-শেখার-উপায়

যে যত বেশি ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করতে পারবে সে তত ভালো আর্টিকেল রাইটার হতে পারবে। এসইও শিখতে হলে আপনাকে এসইওর বিভিন্ন টপিক যেমন অন-পেজ এসইও, করার এবং অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও সহ বিভিন্ন বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে হবে।

যদি আপনি অনলাইন কোর্স কিনে থাকেন তাহলে আপনাকে মনোযোগ সহকারে অনলাইন ভিডিও দেখতে হবে এবং তার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি খুব সহজেই ঘরে বসে থেকে এসইও শিখতে পারবেন।

অফ-পেজ seo কি 

অফ-পেজ seo কি,seo বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সাধারণত তিন প্রকার। অন-পেজ এসইও, অফ-পেজ এসইও, টেকনিক্যাল এসইও। আজকে আমরা জানবো অফ-পেজ seo সম্পর্কে। অফ-পেজ এসইও বলতে বোঝায় যেকোনো ওয়েব সাইটে বাহিরের লিংক ব্যবহার করার মাধ্যমে ওয়েবসাইট সার্চ ইঞ্জিন উন্নত করা। 

একজন আর্টিকেল রাইটার এবং সফল ফ্রিল্যান্সারদের অফ-পেজ এসইও তাদের ওয়েবসাইটগুলোকে উন্নত করার জন্য ব্যবহার করে থাকে। আপনি যদি নতুন আর্টিকেল রাইটার হয়ে থাকেন তাহলে আপনার কনটেন্ট গুলোকে অফ-পেজ seo করার মাধ্যমে সহজে উন্নত করতে পারবেন।

 নতুন অবস্থায় ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য আমরা সব সময় অফ-পেজ এসইও ব্যবহার করে থাকি এটি মূলত নতুন অবস্থায় অনেকটাই কার্যকরী একটি ধাপ। অফ-পেজ seo ডিজিটাল মার্কেটপ্লেসে বড় ভূমিকা পালন করে থাকে। 

লেখকের মন্তব্য : সহজে seo শেখার উপায় 

সহজে seo শেখার উপায়, আজকে আমরা সম্পূর্ণ আর্টিকেল জুড়ে সহজে seo শেখার উপায় সম্পর্কে জানতে পেরেছি। বর্তমান প্রেক্ষাপটে মার্কেটপ্লেসে seo ব্যবহার করার মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাদের ক্যারিয়ার গড়ে তুলছে।

আরো পড়ুন: আরবি  মাসের ক্যালেন্ডার ২০২৫ 

প্রিয় পাঠক, আশা করছি এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পেরেছেন সহজে এসইও কিভাবে শেখা যায়। আপনাদের যদি এই আর্টিকেলটি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url